মডেলিং ও বিজ্ঞাপনে দাপট দেখালেও অভিনয়ে নিয়মিত দেখা যায় না সাদিয়া ইসলাম মৌকে। বিশেষ দিবস বা আয়োজনের নাটকেই অভিনয় করতে দেখা যায় তাঁকে। এবার তিনি অভিনয় করলেন বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ নাটকে। ‘সোনার সিন্দুক’ নামের এই নাটকে মৌকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।
গত বছর ‘দেয়ালের অন্তরালে’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। সেটা প্রায় ২৫ বছর পর। আবারও দুজনে একসঙ্গে অভিনয় করলেন।
৩২ বছর আগে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেলিংয়ে অভিষেক হয় সাদিয়া ইসলাম মৌর। তখন তিনি সপ্তম-অষ্টম শ্রেণিতে পড়েন। আর নাচের মঞ্চে অভিষেক মাত্র সাড়ে তিন বছর বয়সে। পরবর্তী সময়ে নাচই হয়ে যায় মৌর ধ্যানজ্ঞান।